সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>>
জৈন্তাপুর মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। ১৭ই জুলাই (সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ ঘটিকার সময় এই ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহারীত ট্যাব সমুহ হতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণের অংশ হিসেবে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মিজ রিপা মনি দেবীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, যুগোপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্হার অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম।তিনি জানান শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ ও উপকরণ পাওয়া সহজলভ্য হয়েছে।এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, খরিল নেজামুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো মুজিবুর রহমান, চারিকাঠা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো মামুনুর রশীদ, জুনিয়র পরিসংখ্যান সহকারী মোস্তফা কামাল সহ শিক্ষার্থীবৃন্দ।এসময় উপজেলার এমপিও ভুক্ত চারটি মাদ্রাসার মোট ২৪ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়।
মন্তব্য