সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট >>> পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ আসন ( জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ) হতে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমেদ। ১লা জুলাই শনিবার বেলা ১১ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সিলেট সার্কিট হাউস থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে হরিপুরে মাদ্রাসার প্রবীন আলেমেদ্বীন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতী ইউসুফ( রহ) এর কবর জিয়ারত করেন।এসময় ঐতিহ্যবাহী হরিপুর মাদ্রাসার বিজ্ঞ আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাদ্রাসার সার্বিক খোঁজ খবর নেন।পরে উপজেলা আওয়ামিলীগর সহ সভাপতি মো আলাউদ্দিন সহ শারিরীক ভাবে অসুস্থ প্রবীন নেতাদের বাড়ীতে যান এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। উপজেলায় কয়েকদিনের অবিরাম বর্ষণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি তিনি বিভিন্ন স্পটে বিরতি দিয়ে দিয়ে দেখেন। বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে পৌছালে বৈরী আবহাওয়ার মধ্যেও শ্লোগানে শ্লোগানে তাকে বরণ করে নেন উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর তিনি মঞ্চে উঠে এলে উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মন্ত্রীর সাথে করমর্দন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেন, জৈন্তাপুর উপজেলার সবাইকে ঈদ মোবারক। ইমরান আহমেদের জন্য জৈন্তাপুরবাসী ধন্য এমনটি নয় বরং জৈন্তাপুরবাসীর জন্য ইমরান আহমেদ ধন্য।আজ জৈন্তাপুরের প্রতিটি মানুষের দোয়া ও ভালোবাসায় আপনাদের সামনে আমি মন্ত্রী ইমরান আহমেদ হয়ে এসেছি।বাকি জীবনটা আপনাদের সেবায় নিয়োজিত থেকে এবং গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা আপনাদের দোড়গড়ায় পৌঁছে দেওয়া এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নৌকা প্রতীককে পুররায় নির্বাচিত করার আহবান জানান তিনি। এসময় গোটা হলরুমে বৈরী আবহাওয়ার উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ভীড় করতে থাকে।এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম,মো শাহলম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপন্দ্র কুমার দে,এম এ রাজ্জাক রাজা, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি,যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান, কৃষকলীগের আহবায়ক আ মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর সম্রাট সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ, চারিকাঠা ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ,দরবস্ত ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরউদ্দিন মড়া, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, চিকনাগোল ইউনিয়নের সাধারণ সম্পাদক রহমত আলি।এছাড়াও উপজেলা আওয়ামিলীগ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন,যুবলীগ,শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় অংশগ্রহণ করে।সভা শেষ উপস্থিত নেতৃবৃন্দের সাথে মন্ত্রী ইমরান আহমেদ প্রীতিভোজে অংশ গ্রহন করেন। এরপর পাশ্ববর্তী উপজেলা গোয়াইনঘাটে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।
মন্তব্য