সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।
জৈন্তাপুরে বেপোরয়া চোরাকারবার। ২৪ ঘন্টার ভিতরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে আবারো বিপুল পরিমাণ ভারতীয় চিনি সহ ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল একটি ড্রাম ট্রাকসহ ১২০ বস্তা ভারতীয় চিনি আটকের পরের দিন ৭ই আগষ্ট ( সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মির্জা সাফায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭০ বস্তা ভারতীয় চিনি সহ একটি টিসি ট্রাক আটক করেছে।মডেল থানা পুলিশের বরাত দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩:৩০ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজারস্হ দরবস্ত টু বনপাড়া গামী পাকা রাস্তার ব্রীজের উপর হতে থেমে থাকা ট্রাকটিতে ১৭০ বস্তা চিনি সহ আটক করা হয়।এর পূর্বে চিনির সাথে থাকা চোরাকারবারি ও চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায়।এদিকে ১৭০ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুখ। তিনি বলেন জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং এএসপি ( কানাইঘাট সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান সহ সকল ধরণের কার্যক্রম পরিচালনা করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় গত ৭২ ঘন্টায় ভারতীয় চিনির বেশকয়েকটি চালান সহ আজ ১৭০ বস্তার অবৈধ ভারতীয় চিনি সহ ট্রাক আটক করা হয়েছে। উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং তা তদন্তাধীন।এছাড়ার চোরাচালান, মাদক বিরোধী অভিযান সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
মন্তব্য