সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>>জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজার এলাকায় রাংপানি কলেজের পিছনে অবৈধভাবে বালু,পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে।মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারী) বিকেল আনুমানিক ৪.৪৫ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।এ সময় রাংপানি নদীর পূর্ব পাড়ে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকা শীঘ্রই ভাঙনের সম্মুখীন হবে মর্মে প্রতীয়মান হয়।এ সময় উপস্থিত নৌকা শ্রমিক ও বালু ব্যাবসায়ীরা নদীর পাড়ের ক্ষতি সাধন করে পুনরায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু, পাথর উত্তোলন করবেন না মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে আরো অংশ নেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম প্রতিবেদকের সাথে আলাপকালে জানান,স্হানীয় কিছু ভুক্তভোগী মানুষের অভিযোগের প্রেক্ষিতে আজ এ অভিযান পরিচালিত হয়েছে।অভিযান পরিচালনাকালীন মূল অভিযুক্তদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।দুঃখজনক হলেও সত্য যে ব্যাক্তিরা লিখিত অভিযোগ করেছেন তাদের বাড়ীঘর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে,সেই ব্যাক্তিরাই অন্য পাশে বালু পাথর উত্তোলনে সরাসরি জড়িত।তিনি জানান প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনকারী,মজুদদার, পরিবহনকারী ও এ চক্রের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।
মন্তব্য