কলমে :-নাজিম উদ্দিন।
*********************
এলোমেলো জীবনটা
ভালো লাগেনা,
নেই কোনো উদ্দেশ্য
নেই কল্পনা।
কেন হল এলোমেলো
আমি জানিনা,
সৃষ্টিকর্তা শুধু জানেন
আমি বুঝিনা।
খেলোয়ার খেলে যায়
রেফারি দেয় বাঁশি,
দর্শকরা দেয় তালি
কাঁদি আর হাসি।
এই খেলা শেষ হবে
সময় পার হলে,
আমরাও চলে যাব
রেফারি বাঁশি দিলে।
##############
মন্তব্য