আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> জামালপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের নিচে পড়ে হাত কাটা পড়লো এক যুবকের।ট্রেনের ছাদ থেকে নামার সময় এই দুর্ঘটনার শিকার হোন ওই যুবক।শত শত মানুষ ছিলো তার আশপাশে কিন্তু তেমন কেউ সাহায্যের হাত বারিয়ে দেয়নি।অনেক মানুষ ছবি তোলার জন্য হাত বারিয়ে দিয়েছে।কিছু যাত্রি মন্তব্য করেছেন,ট্রেনের ছাদে ভ্রমণ করা অনিরাপদ বা ঝুকিপূর্ণ জানা সত্ত্বেও কেনো ভ্রমণ করে মানুষ।তারপর আহত অবস্থায় তাকে দ্রুত হাস্পাতালে নেওয়া হয়।
মন্তব্য