আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রইচ উদ্দিন সহ ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান ও ১৯৮৮ থেকে ২০১৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ভাবকী গফুর মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকদের সম্মাননা প্রদান ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রইচ উদ্দীন স্যারের সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক মোহাম্মদ সৈয়দুজ্জামান শান্ত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এইচ এম মুস্তাফিজুর রহমান।রইচ উদ্দীন স্যারের সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব মো:ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ৭ নং চরবাণিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন ভুট্টু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ ও সরকারি তিতুমির কলেজের সাবেক সম্পাদক মালেক চৌধুরী।এর আগে সম্মাননা অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক রইচ উদ্দিন কে ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ।সম্মাননা প্রাপ্ত শিক্ষকগণ তাদের বক্তব্যে শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন।সাবেক শিক্ষকদের বক্তব্যে অনুষ্ঠান স্থলে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।মূহুর্তেই বিদ্যালয় জীবনের স্মৃতি মনে পড়ে যায় উপস্থিত সকল ব্যাচের সাবেক শিক্ষার্থীদের।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড’৭১,গানপোকা ব্যান্ড ও জনপ্রিয় কন্ঠশিল্পী ডলী সায়ন্তীর কন্ঠের গানে মুগ্ধ হোন উপস্থিত সকলেই।
মন্তব্য