আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> দেওয়ানগঞ্জবাসীদের কল্যাণে একঝাঁক স্বপ্নবাজদের সমন্বয়ে গঠিত জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শহরের হোটেল শ্যামল বাংলা স্টার কাবাব সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ৷জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ,সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মন্টু ও ডাঃ নাহিদা আক্তার পিংকি।এসময় বক্তারা বলেন, জেলা শহরে দেওয়ানগঞ্জবাসীদের সুখে দু:খে পাশে থাকার সংগঠনটির নাম জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির।যারা সব সময় এই সীমান্তবর্তী চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়াবে। মানবতার ব্রত নিয়েই এগিয়ে যাবে এই সংগঠনের কর্মযজ্ঞ।বক্তারা আরও বলেন,দীর্ঘদিন পরে হলেও বিশিষ্ট সমাজসেবক ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল সহ যারা এই উদ্যোগ গ্রহণ করে দেওয়ানগঞ্জ উপজেলা সমিতি গঠণ করে নিজেদের একটি সুন্দর প্ল্যাটফর্মে একত্রিত করেছেন।জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।এসময় জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সকল সদস্য,পরিবারবর্গ, সূধীজন,সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।পরে নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য