২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজবাড়ীতে দিনের বেলায় মসজিদের আইপিএস ব্যাটারি চুরি সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান বাকলিয়ায় আটক জবি ছাত্রদল নেতা জুবায়ের হত্যার প্রতিবাদে ফুলবাড়ী কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ গ্রামে গ্রামে বিএনপির ৩১ দফার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তরুণ কর্মীরা লোহাগড়ায় জাতীয়তাবাদী সমমনা জোট এনপিপির ধানের শীষের মিছিল টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ নির্বাচিত সখিপুরের আবুল কালাম ভূইয়া লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন পরানপুর ন্যাশন্স চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাঘায় নিষেধাজ্ঞার মধ্যে চলছে ইলিশ ধরার উৎসব খালেদা জিয়ার নামে মামলা করা আ.লীগ নেতা এখন জুলাই যোদ্ধা গেজেট বাতিল সহ আইনের আওতায় আনার দাবী সাধারণ মানুষের
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> সুনামগঞ্জ
  • ছাতকের ধাহারগাঁও গ্রামের ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি¬ মারা গেছে দুটি গরু।। একটি শেয়াল।। আহত হয়েছেন দুই কিশোর।। তবুও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ
  • ছাতকের ধাহারগাঁও গ্রামের ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটি¬ মারা গেছে দুটি গরু।। একটি শেয়াল।। আহত হয়েছেন দুই কিশোর।। তবুও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি>>>সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তরখুরমা ইউনিয়নের ধাহারগাঁও গ্রামে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুটিতে এ যাবৎ বিদ্যুত সঞ্চালিত হয়ে মারা গেছে দুটি গুরু, একটি শেয়াল ও আহত হয়েছে দুই কিশোর।ধাহারগাঁও গ্রামবাসীর অভিযোগ বিভিন্ন দপ্তরে বিদ্যুতের খুটি সংস্কার ও মেরামতের দাবি জানিয়ে আসলেও ব্যবস্থা নিচ্ছেন না সংশ্লিষ্ট কতুপক্ষ।এতে মারত্বক ঝুঁকির মধ্যেও বিদ্যুত ব্যবহার করছেন গ্রামবাসী।যেকোন সময় আরো বড় ধরনের দূর্ঘটনার ঘটার আশংষ্কা রয়েছে।জানা যায়,গত বছরে ১১ ডিসম্বর খুটি সংস্কার ও মেরামতের দাবি জানিয়ে বিদ্যুত বিতরন বিভাগ ছাতক, নির্বাহী প্রকশৌলী,বিদ্যুত বিতরন বিভাগ সিলেট অঞ্চল, প্রধান প্রকৌশলী এবং বিদ্যুত উন্নয়ন বোর্ড ঢাকা,চেয়ারম্যান বরাবর রেজিষ্ট্রি ডাকযোগে আবেদন করা হয়।গ্রামবাসীর অভিযোগ, বিদ্যুত বিতরন বিভাগ ছাতক ও সিলেট অঞ্চল অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করার পরেও সংশ্লিষ্ট কতৃপক্ষ রহস্যজনক কারনে কোন ব্যবস্থা গ্রহন করেননি।এ বিষয়ে ধাহারগাঁও গ্রামের মোহাম্মদ আলী, আব্দুল গণী,শফর আলী,তাজির আলী, শুকুর আলী ও মনশাদ মিয়া বলেন,আমারা বর্তমানে পরিবার পরিজন খুব ঝঁিকর মধ্যে দিনাতিপাত করছি।অবিলম্বে খুটি সংস্কার ও মেরামত করার জন্য উর্দ্ধতম কতৃপক্ষের সু-দৃষ্টি কমানা করছি।এ বিষয়ে বিদ্যুত উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ, বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবু নুয়মান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছাতক অফিসে যোগাযোগ করার জন্য বলেন।এ বিষয়ে বিদ্যুত বিতরন বিভাগ, ছাতক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের প্রজেক্ট ডিভিশন থেকে বড় বড় কাজগুলো করা হয়।সিলেটের শেখঘাট অফিস রয়েছে। সেখানে যোগাযোগ করার কথা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page