মোঃ সজিব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র (পুনর্গঠিত) ও মাখালডাঙ্গা (নবগঠিত) ইউনিয়ন পরিষদে দুইজন প্রশাসক পদে এবং সদস্য পদে ১৪ জন নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ পত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৭ জুন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান শংকরচন্দ্র (পুনর্গঠিত) ও মাখালডাঙ্গা (নবগঠিত) ইউনিয়ন পরিষদ দুটিতে প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। শংকরচন্দ্র (পুনর্গঠিত) ইউনিয়ন পরিষদে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সদস্য পদে ৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। তাঁরা হলেন- শংকরচন্দ্র ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হযরত আলী, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মনোনয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আবুল খায়ের ভূইয়া, শংকরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা খাতুন, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুসা করিম, বহালগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোহাম্মদ জুবায়ের এবং শংকরচন্দ্র ইউপি এফডব্লিউএ , ২/ থ ইউনিট আলেয়া খাতুনকে নিয়োগ করা হয়েছে।অপরদিকে, মাখালডাঙ্গা (নবগঠিত) ইউনয়ন পরিষদে প্রশাসক পদে সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। সদস্য পদে ৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে। তাঁরা হলেন, বেগমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম রেজা, মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবুত আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আসাদুল ইসলাম এবং মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নাহারকে নিয়োগ দেয়া হয়েছে।চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, শংকরচন্দ্র (পুনর্গঠিত) ও মাখালডাঙ্গা (নবগঠিত) ইউনিয়ন পরিষদের চিঠিটি পেলাম। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে শংকরচন্দ্র ইউপির বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের বিষয়টি তার জানা নেই। বিগত ২০১১ সালের ৫ জুন সর্বশেষ শংকরচন্দ্র ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য