১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> খুলনা >> চুয়াডাঙ্গা >> জীবন গল্প >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ
  • চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরে কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
  • চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরে কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ সজিব উদ্দিন, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

    চুয়াডাঙ্গায় সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের (৮৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি সদর উপজেলার নব গঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথ পুর গ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা।আজ সোমবার (২৪ জুন ) সকাল ১০ টায় তাঁর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এর আগে প্রয়াত এই বীর সেনানীকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন এবং গার্ড অফ অনার প্রদান করেন। মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) জনাব শামিম কবির ভুঁইয়া, সাবেক চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের তদন্ত ইন্সপেক্টর জনাব হোসেন। তারঁ মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সোলাইমান হক জোয়ার্দার সেলুন। সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক জনাব চন্দন জোয়ার্দার, সাবেক সেনা সদস্য ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মনির হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব নুরনবী সামদানী, ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নুরগনি মিয়া, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের গার্ড অফ অনারে এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক দীননাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন (মাষ্টার) ও বীর মুক্তিযোদ্ধা জনাব হোসেন আলী মিয়া।স্থানীয় সুত্রে জানা যায়, ও মরহুমের ছোট পুত্র আয়নাল মিয়া জানান, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মিয়া দীর্ঘ সময় যাবত শ্বাস কষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন, এবং ২ মাস ১৫ দিন যাবত হাসপাতালে ভর্তিরত অবস্থায় ছিলেন। গতকাল রবিবার বিকাল ৬ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি ৮৫ বছর বয়সী ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page