মোঃ সজিব উদ্দিন, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা >>>
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘরে থাকা বালতির পানিতে ডুবে ইয়াসিন হোসেন নামে আটমাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু ইয়াসিন খাসকররা গ্রামের দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে।খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল জানান, রোববার বিকালে শিশুটিকে নিয়ে তারা ঘুমাচ্ছিলেন। এসময় শিশুটি উঠে খেলতে খেলতে খাটের পাশে থাকা শিংমাছ ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মা বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
মন্তব্য