মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>
চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেছে, আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের চার মাইল নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামি পন্যবাহি ট্রাক ( ঢাকা মেট্রো-জ ১১-৭৫৯৮) দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে একটি ইজিবাইকসহ কয়েকটি যানবাহনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের রনি ইসলামের ছেলে রেজা ইসলাম (১৫)। গুরুতর আহত হন আনোয়ার হোসেন, সবুজ, বিল্লাল এবং আব্দুল গফুর নামে ৪ জন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান জানিয়েছেন, রেজাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে । বাকিদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক । এলাকাবাসি দূর্ঘটনা কবলিত ট্রাকের সহকারি আলমডাঙ্গার শাজাহান আলীর ছেলে রোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে চলন্ত ট্রাকের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত অবৈধ আলমসাধুর যাত্রী সুজিত বিশ্বাস (৩৫)নিহত হন। নিহত সুজিত বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটী গ্রামের রতন বিশ্বাসের ছেলে। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান খাতুন বলেন, সুজিত মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
মন্তব্য