মোঃ সজিব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>>
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার আজ (১০ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হাইরোড ও কাচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে হোটেল, মিষ্টির কারখানা, কাচাবাজার, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, আলমডাঙ্গা থানা মোড় হাইরোডে মেসার্স বাবু হোটেল ও দই মিষ্টির কারখানায় তদারকিতে অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টি ও খাবার তৈরি একই ফ্রিজে কাচা মাছ মাংশের সঙ্গে রান্না করা রেডি খাবার সংরক্ষণ ও দইয়ের মেয়াদ ও মুল্য ট্যাগ ইত্যাদি না দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এরপর মেসার্স মজিদ হোটেল এর মালিক জীবন মাহমুদকে হোটেলে কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে সাবান, হ্যান্ডওয়াস ব্যবহার না করা অর্থাৎ অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, কাচাবাজারে মরিচসহ সবজি ও মুদিদোকান তদারকি করা হয়। এসময় মেসার্স মিলন স্টোরের মালিক শ্রী মিলন দে কে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ, উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন- আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও এসআই আমিনুলের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য