মো:সজীব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>
চুয়াডাঙ্গা সদর থানার মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার গতকাল (৭ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার কৃতরা হলেন— চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা বটতলাপাড়ার মঙ্গল মিয়ার ছেলে হাবিব হোসেন (২০) ও একই এলাকার সেলিম রেজার ছেলে ইমন (১৯)।ওসি মাহাব্বুর রহমান জানান, শুক্রবার রাতে এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে তালতলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে হাবিব হোসেন ও ইমন নামে ২ মাদক কারবারিকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন এবং তাদের কাছে থাকা ০২টি মোবাইলফোন জব্দ করেন।তিনি আরও জানান, গ্রেফতারদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।অপর দিকে আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোবিন্দপুর গ্রামের মিঠুনকে (৩৯) আটক করেছে। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগ মোড়ের আব্দুল জব্বারের ছেলে মিঠুন মিয়া বেশ কিছুদিন ধরে মাদক বিক্রয় করে আসছিল। গতকাল আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে তাকে আটক করেন। আটকের পর তার নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।অপর দিকে জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ইয়াবা সম্রাজ্ঞী মোছা. ছায়রা খাতুন (৪৬) কে গ্রেপ্তার করেছে। গত রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছায়রা খাতুন জীবননগর উপজেলার রাজনগর কবরস্থানপাড়ার বাসিন্দা মো. চাঁদ আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।তিনি বলেন, ছায়রা খাতুন মাদকদ্রব্য বেচা-কেনা করছে, এমন সংবাদ পেয়ে অভিযানে যায় থানার একটি দল। এসময় ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা মাদক ব্যবসা করছে, তাদের আটক করার জন্য প্রতিনিয়ত অভিযান চলছে। এটা অব্যাহত থাকবে।
মন্তব্য