আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফঃ
১৮ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল-১৭.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন শিবপুর এসকে বাদাল নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-১২৬ বোতল, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেন এবং আসামী মোঃ সাইদুল ইসলাম (৩৫), পিতা-মৃত গোহির মন্ডল, মাতা-ডলি বেগম, সাং-তারাশ, থানা-তারাশ, জেলা-সিরাজগঞ্জ, এপি সাং-বানেশ্বর কুঠিপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন সারদা ট্রাফিক মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন শলুয়া ইউনিয়নস্থ শিবপুর এসকে বাদাল গ্রামস্থ তিন রাস্তার মোড়স্থ জনৈক মোঃ জাহাঙ্গীর আলম (৫০) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই শিবপুর এসকে বাদাল গ্রামস্থ তিন রাস্তার মোড়স্থ জনৈক মোঃ জাহাঙ্গীর আলম (৫০) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর সঙ্গীয় ফোর্সসহ পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০১ জনকে ঘটনাস্থলেই আটক করে এবং উক্ত ফেন্সিডিল উদ্ধার করে।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য