আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।
নোয়াখালী চাটখিল উপজেলায় মাদককে নির্ভুল করার লক্ষ্যে চাটখিল চাটখিল উপজেলার দায়িত্বর সার্কেল সার্বিক দিক নির্দেশনায় চাটখিল থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে সার্বিক তত্বাবধায়নে এসআই/ সোহরাব হোসনে, সঙ্গীয় এসআই/ মোঃ বখতিয়ার আলম ও সঙ্গীয় ফোর্সসহ অদ্য- ০৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ২ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানাধীন ০৯ নং খিলপাড়া ইউপিস্থ উত্তর বালিয়াধর গ্রামে আফসার উদ্দিন হাজি বাড়ীর ধৃত আসামী বসত ঘরের ভিতর হইতে ধৃত মোঃ বাবু (৩৮), পিতা- খোরশেদ আলম, মাতা- লায়লা বেগম, সাং- বালিয়াধর (আফসার উদ্দিন হাজী বাড়ী/ চার বাড়ী), ০৬ নং ওয়ার্ড, ০৯ নং খিলপাড়া ইউনিয়ন থানা- চাটখিল, জেলা- নোয়াখালী এর হেফাজত হইতে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক বিরোধী মামলা রুজু করা হবে অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের জানান চাটখিল উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে মাদককে সমূলে করার লক্ষ্যে।। পুলিশের অভিযান অব্যাহত থাকিবে ।
মন্তব্য