আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে আব্দুস সালাম নামের এক ব্যবসায়ী। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যবসায়ী আব্দুস সালাম নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৭ এ সিআর ২৭৮/২৪ মামলা দায়ের করেছেন। মামলায় চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সহ ৩ জনকে আসামি করা হয়েছে। বিচারক মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুস সালাম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর হাজী বাড়ির মৃত এসহাক মিয়ার ছেলে।মামলার আসামিরা হলেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সোহেল, কালীর হাট এলাকার মৃত সামছুর রহমানের ছেলে মো. কামরুল হুদা।মামলা সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম কোম্পানীগঞ্জ উপজেলা থেকে কাঠ কিনে এনে জনতাবাজার সমিল পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। ২০১৯ সালের ১৪ মার্চ সাত লাখ টাকা নিয়ে কাঠ কিনতে যাওয়ার পথে আসামি সোহেল ও কামরুল তাকে হালিমা দীঘির পাড়ে আসতে বলে। সেখান থেকে কাজ আছে বলে কৌশলে চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর বাড়িতে নিয়ে যায়। তারপর হিসাব নিকাশ আছে বলে আসামিরা বলে তার জামাতার কাছে আট লাখ টাকা পায় উল্লেখ করে এই সাতলাখ টাকা নেয়। তারপর আসামিরা স্ট্যাম্পে জোর করে অস্ত্র ঠেকিয়ে সাক্ষর নেয়। যার মাস্টারমাইন্ড চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী। তারপর ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে তিন ধাপে আরও আট লাখ টাকা দিতে বাধ্য করে।আসামিগন ক্ষমতাসীন হওয়ায় থানা কর্তপক্ষ কোনো অভিযোগ নিতে পারবেনা বলে জানায়।বাদী আব্দুস সালাম বলেন, চাটখিল থানায় একটা জিডির আবেদন করলে আসামিরা তৎকালীন ক্ষমতাসীল দল আওয়ামীলীগের দলীয় মেয়র এবং সন্ত্রাসী প্রকৃতির লোকজন হওয়ায় থানা কর্তৃপক্ষ জিডি এন্ট্রি করিতে অস্বীকৃতি প্রদান করে। আমার ব্যবসা টিকিয়ে রাখতে আমাকে আট লাখ টাকা দিতে হয়। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় মোকদ্দমা দায়ের করতে কিছুটা বিলম্ভ হয়।এদিকে মামলার বিষয়ে জানতে চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীসহ অন্যান্যদের একাধিকবার কল দিলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
মন্তব্য