আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২টি বুলেট সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।রোববার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ড দশনী টবগা ব্রিজ সংলগ্ন খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ৭নংওয়ার্ডের দশনী টবগা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।একপর্যায়ে রণখোলা ব্রিজের নিচে খাল থেকে চায়না রাইফেল/ এসএমজি/এলএমজি’র ৬১২ রাউন্ড সরকারী গুলি,০১ টি খালি ম্যাগজিন এবং ০১ টি ওয়াকিটকি সেটের ব্যাটারী এবং গুলি রাখার ০১ টি বক্স পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।জানা যায়,গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এখন পর্যন্ত লুট হওয়া একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান,গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ বিভিন্ন সোর্সের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করছে।উদ্ধারকৃত এসব অস্ত্র দুষ্কৃতিকারীরা থানা থেকে লুট করেছিল।লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য