আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে এক মাদক ব্যবসায়ীকে ৮৯ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।সোমবার দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার সুন্দরপুর চুয়ানী মার্কেট আজম উদ্দিন পাটোয়ারীর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে শওকতকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ শওকত (৪০) নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের আজম উদ্দিন পাটোয়ারী বাড়ী মৃত তাজুল ইসলামের ছেলে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন সোমবার (১এপ্রিল) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহরাব হোসেন ও এএসআই আহাম্মদ হোসেন নেতৃত্বে শওকত কে আটক করে তার দেহ তল্লাশি করে ৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩,০১/০৪/২০২৪।মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীকে নোয়াখালী জেলা আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য