আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে চাটখিল ও সোনাইমুড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, নোয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের সহকারী সদস্য সচিব মোঃ শাহাব উদ্দীন, নোয়াখালী জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল ও সোনাইমুড়ী সাংবাদিক সংগঠন গুলোর সকল সাংবাদিক গন উপস্থিত ছিলেন।সভায় অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মানুষের নিরাপত্তার অঙ্গীকার করে বলেন, তিনি নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ীর জনগন সম্পূর্ণ আশঙ্কামুক্ত নিরাপত্তার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবেন। এছাড়া তিনি আরও বলেন সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন এবং চাটখিল সোনাইমুড়ি নিয়ে উনার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা চাই দীর্ঘদিন পরে জনগন ভোট দেওয়ার অধিবার ফিরে পেয়েছে। জনগন যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে সর্বদায় তৎপর থাকতে হবে।সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মহিউদ্দিন হাছান, নায়েবে আমীর ওমর ফারুক, পৌরসভা আমীর মোঃ আক্তার হোসেন, মাওলানা মোঃ হানিফ, এনসিপি নোয়াখালী জেলা যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ হানিফ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি নুর হোসেন রিয়াজ।











মন্তব্য