আনোয়ারুল আজিম নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক মেহেদী হাসান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার ৪ই এপ্রিল মোহাম্মদীয়া মিনি চাইনিজে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রিয়াজ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল ভূঁইয়া,চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন,চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ,উপজেলা প্রেসক্লাবে সহ-সভাপতি আনিস আহমেদ হানিফ,সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী,সাধারণ সম্পাদক কামরুল কানন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমূখ।এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী।
মন্তব্য