আনোয়ারুল আজিম চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিল পৌরসভার পূর্ব সুন্দরপুর মৌলভী বাড়ীতে ’ জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের মিথ্যা ভিত্তিহীন বিভিন্ন পত্রিকার মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চাটখিল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আয়েশা আক্তার।তিনি জানান গত ১১ই মার্চ সকাল ৯ ঘটিকার সময় আমাদের প্রতিপক্ষ নুরুল ইসলাম গং আমাদের বাড়ির এজমালি পুকুরে জোরপূর্ব জাল দিয়ে মাছ ধরে নেওয়ার সময় কথা কাটাকাটি একপর্যায়ে নুরুল ইসলাম তার ভাই ভাতিজা এবং স্ত্রী মেয়ে একত্রিত হয়ে দা,চেনি,লাঠিসোঠা দিয়ে আমাদের উপর হামলা করে।হামলায় আমার স্বামী ছেলে সহ আমরা চারজন আহত হই।এই সময় নুরুল ইসলাম আমার গলার চেইন এবং আমার ছেলে এবং স্বামীর মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।এই ঘটনার পর বাড়িও আশপাশে লোকজন আমার স্বামী ছেলে আমাকে সরকারি হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনাকে আড়াল করার জন্য আমাদের প্রতিপক্ষ নুরুল ইসলাম সু-কৌশলে আমার স্বামী আমার ছেলে সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করে এবং বিভিন্ন পত্রিকা মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করায় আমরা এই ঘটনায় থানায় মামলা করতে গেলে চাটখিল থানা পুলিশ আমার স্বামী ছেলেকে গ্রেফতার করে।আয়শা আক্তার বলেন এ আটক এর বিরুদ্ধে আমরা চিৎকার প্রতিবাদ করি আদালতের রায় আমরা জায়গার মালিক।আমাদেরকে আহত করল উল্টা আমাদের বিরুদ্ধে মামলা করল নুরল ইসলাম জোর পূর্বক আমাদের পুকুরের মাছ নিয়ে গেল সাথে সাথে পুলিশ নুরুল ইসলাম গং এর বিরুদ্ধে মামলা নেয় তাদের একজন গ্রেফতার করে।এই ঘটনা আমাদের উভয় পক্ষের মামলা কোর্টে আমার স্বামী ছেলে ও তাদের একজনকে চালান করেন বিজ্ঞ আদালত তাদের আসামি জামিন দিল এখন পর্যন্ত আমার স্বামী এবং ছেলে জেলহাজতে,আমি আমার প্রতিপক্ষ সন্ত্রাসী জুলুমবাজ অত্যাচারী জবরদখল কারী নুরল ইসলাম আমাদের পরিবারের বিরুদ্ধে আনীত মামলাও মিথ্যা সংবাদ প্রচার করানোর তীব্র প্রতিবাদ জানাই।
মন্তব্য