আনোয়ারুল আজিমঃচাটখিল (নোয়াখালী)প্রতিনিধি >>> জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে (৩ জানুয়ারী) শনিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক সেবাগ্রহীতারা অংশগ্রহণ করে। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবা।সভায় বক্তব্য রাখেন-চাটখিল থানার (ওসি) তদন্ত আবদুস সুলতান, কৃষি অফিসার জুনাইদ আলম, চাটখিল প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক জসিম মাহমুদ, সেবাগ্রহীতা – মফিজ উল্লাহ, প্রতিবন্ধী হেলাল উদ্দিন, মুফতি ওসমান গনি, হাফেজ মাে: হেদায়েত উল্যাহ প্রমূখ।সভা শেষে ১শত ৭জন প্রতিবন্ধী অসহায়দের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৫৩লাখ ৫০হাজার সুদবিহীন ঋণ প্রদান করা হয়।সভায় বক্তারা বলেন, সমাজ সেবা অফিস আত্ম মানবতার সেবা করে যাচ্ছে । আর সেবা প্রার্থীরা এখানে এসে যেন হয়রানি ও ভোগান্তির শিকার নাহয় সেদিকে খেয়াল রাখার জন্য সমাজ সেবা অফিসার আলী হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।











মন্তব্য