আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহী নওগাঁ জেলার মান্দা থানা এলাকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এবং র্যাব-২ এর যৌথ অভিযানে ০৬ ফেব্রুয়ারি তদন্তেপ্রাপ্ত এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বাবুল হোসেন (৪৫), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-চকবিরাম থানা ও জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।তথ্য মতে, নিহত পুলিশ কর্মকর্তা নীলফামারী জেলায় ডিএসবিতে এসআই পদে কর্মরত ছিলেন। সেখান থেকে ০৩ অক্টোবর ২০২৩ ইং তারিখে রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য প্রদান শেষে বন্ধুসহ মোটর সাইকেলযোগে নিজ বাড়ি ফুলবাড়ী উপজেলায় যাওয়ার পথে বিরামপুর সরকারি কলেজ সংলগ্ন তেল পাম্পের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী ফারুক পরিবহন নামক ঘাতক বাসের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পরবর্তীতে নিহত পুলিশ কর্মকর্তার পিতা বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।বিরামপুর থানা পুলিশ আসামি গ্রেফতার এর জন্য অধিযাচনপত্র দিলে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এবং র্যাব-২ এর চৌকস যৌথ আভিযানিক দল আসামীকে গ্রেফতারে তৎপর হয়।উক্ত আসামি প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা অব্যাহত রাখে।পরবর্তীতে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এবং র্যাব-২ এর চৌকস যৌথ আভিযানিক দল নিরলস পরিশ্রম এবং বিচক্ষণ গোয়েন্দা নজরদারির মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য