এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি
মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সম্মাননা প্রদান করা হয়েছে।শুক্রবার বিকাল ৬ টার সময় বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ছালা উদ্দিন হকসাবের সভাপতিত্বে ও সদস্য শাকিল হোসেন সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইতুল মামুর জামে মসজিদ ও সমাজের সভাপতি হাজী মাহবুবুল হক সর্দ্দার।বিশেষ অতিথি ছিলেন চরহাজারী ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল মিয়া,সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী নিজাম উদ্দিন সজিব।উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা আলী হোসেন স্বপন,মহাসচিব শাহাদাত হোসেন স্বপন,যুগ্ন মহাসচিব নুরুল হুদা টিপু,জীবন আলোর সভাপতি শামীম সিরাজ,কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য নজরুল ইসলাম রাজু,জাফর আহম্মদ সোহেল প্রমূখ।মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলী হোসেন স্বপন,চেয়ারম্যান শেখ ফরিদ খোকন,ভাইস-চেয়ারম্যান ছালাহ উদ্দিন হকসাব,মহাসচিব শাহাদাত হোসেন স্বপন,যুগ্ন মহাসচিব নুরুল হুদা টিপুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বক্তারা বলেন কোম্পানীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন এখানে যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন।তবে যাদের মধ্যে থাকবেনা আত্ম অহংকার দুর্নীতি মনোভাব, মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারবে এরকম যে কোন লোক আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। ১৯৯৮ সাল থেকে এই সংগঠন মানবের সেবায় কাজ করে এগিয়ে যাচ্ছে।আমরা সকলের সহযোগিতায় সমাজের অবহেলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে একান্ত ভাবে কাজ করে যাচ্ছি।ভবিষ্যতে আরো মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে তারা সামনে এগিয়ে যাবে আমরা সমাজের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
মন্তব্য