আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অতি-দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন,সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষে দীর্ঘ দিন ধরে কাজ করছে,উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় প্রতিবারের নেয় চলতি বছর ৪টি ইউনিয়নে (ইউপিতে)নির্বাচিত ১৬০জন উপকারভোগী পরিবারের মাঝে অর্ধকোটি টাকার বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে।গত বুধবার (২৭মার্চ)সকালে কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কিশোরগঞ্জ সদর ইউপির রুপালি কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭২জন হতদরিদ্র পরিবারের নারীকে এ গরু বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবু,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি,জনকেনেডি ক্রশ,গদা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ,পাশাপাশি,পিএফএ-০৪ এর আওতায় চাঁদখানায় ইউপিতে ২০ জন,বাহাগিলীতে ৪১ জন,পিএফএ-০৩ এর আওতায় নিতাই ইউপিতে ২৭জন,কিশোরগঞ্জ সদরে ৭২জনসহ ১৬০জনের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করা হয়।প্রতিটি গরু ৩৪ হাজার ৪০০ টাকা ক্রয় মূল্যে মোট ব্যয় হয় ৫৫ লাখ ৪০০শত টাকা।
মন্তব্য