আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে একটি সুখী সমৃদ্ধ সমাজ তথা পরিবার গঠনে নারীদের গৃহস্থালি সকল কাজে পুরুষদের অংশ গ্রহনমূলক ভূমিকা বিষয়ে দম্পতিযুগলের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সকালে স্বাস্থ্য ও পুষ্টি টেকনিক্যাল প্রোগ্রাম,কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে টাউন হল কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।এতে বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নের মেন কেয়ার দলের ৪০জন দম্পতিযুগল অংশ গ্রহন করেন।সভায় সুখী সমৃদ্ধ পরিবার গঠনে সকল কাজে নারী ও পুরুষের সমান অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ড.আবু শফি মাহমুদ,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা প্রমূখ।এসময় বক্তাগণ বলেন,নারী ও পুরুষের সমন্বয়ে গড়ে উঠে একটি পরিবার।সমাজ ব্যবস্থায় পরিবারই হলো মানুষ গড়ার মূল কেন্দ্র এবং সমাজ গঠনের প্রধান ভিত্তি।তাই সুখী সমৃদ্ধ পরিবার গঠনে সন্তান লালন-পালন থেকে শুরু করে ঘর-সংসারের যত কাজ,সব কিছুর দায়-দায়িত্ব শুধুই নারীর উপর ছেড়ে না দিয়ে পুরুষরা সমভাবে পালন করলে তবেই একটি সুখী সমৃদ্ধি পরিবার গঠন করা সম্ভব।যা এ পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সামাজিক,মানবিক এবং অর্থনৈতিক সব ক্ষেত্রে পারিবারিক জীবনের সুখ-শান্তি ও সর্বাঙ্গীণ উন্নতি বয়ে আনবে।
মন্তব্য