আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ গভীর শোক,বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নীলফামারীর কিশোরগঞ্জে বঙ্গবন্ধুকে স্মরণ করে উদযাপন করা হয়েছে জাতীয় শোক দিবস।হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে শোক দিবস উপলক্ষে প্রামান্য চিত্র প্রদর্শনী,আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নুরুল আজীজ,সোনালী ব্যাংকের ম্যানেজার শরীফ হাসান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়,ওসি (তদন্ত)এসএম শরীফ,বীর মুক্তিযোদ্ধা আব্দল গণিসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কমকর্তা প্রমুখ।উলেখ্য উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনসহ পুলিশ প্রশাসন,সরকারী-বেসরকারী,স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।











মন্তব্য