আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> কন্যা শিশুদের বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি মেলাতে দরকার সম্মিলিত প্রচেষ্টা।এ লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে বন্ধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার(২৯জুলাই) দুপুরে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ওই কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।এতে উপস্থিত ছিলেন,উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,সহ-সভাপতি কাওছার হামিদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য সদস্য প্রমুখ।সভায় এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে বন্ধে অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয়’র মধ্যে দিয়ে বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনের কথা জানান।এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য