আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ”
প্রতিটি শিশুদের জন্য আমাদের প্রার্থনা,জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়।”প্রতিটি শিশুদের জন্য আমাদের প্রার্থনা,যেন তা ইচ্ছার দূঢ়তায়”। এ রকম নানা স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিশুদের নিয়ে আনন্দ মাখা বার্ষিক সম্মেলন ও শুভেচ্ছা উপহার (কম্বল)বিতরণ,বাল্যবিবাহ রোধে গণ নাটক ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে রনচন্ডি স্কুল এন্ড কলেজ চত্বরে বার্ষিক সম্মেলন ও শুভেচ্ছা উপহার হিসেবে ৫ শ শিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় কোমলমতি শিশুদের হাতে কম্বল তুলে দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,রনচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,ওয়ার্ল্ড ভিশনের নীলফামারীর এরিয়া কো-অর্ডিনেন্সের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম,টেকনিক্যাল স্পেশালিষ্ট সৈয়দ ছগির আহম্মেদ, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট শাহ্ কামাল,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।এসময় কম্বল পেয়ে কোমলমতি শিশুরা উচ্ছসিত হয়ে বলেন,রাতে শীতে আমাদের খুব কষ্ট হয়।পাতলা পুরনো একটা লেপ-কাঁথায় শীত যায় না।কম্বল পেয়ে খুব খুশি লাগছে। রাতে ঘুমানোর সময় আর শীত লাগবে না।আজ আমাদের যাঁরা কম্বল দিলেন,তাঁদের জন্য দোয়া করি।
মন্তব্য