আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> গত ১মাস ধরে অনাবৃষ্টি,খরা,তীব্র দাপদাহ ও গরমে প্রান-প্রকৃতি বিপর্যস্ত হয়ে পড়েছে।খরার কবলে পড়ে মাঠ-ঘাট,ফসলি ক্ষেত খাঁ খাঁ করছে।ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই।এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টি কামনায় তওবা ও ক্ষমা প্রার্থনা করে নীলফামারীর কিশোরগঞ্জে সালাতুল ইসতেস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা।বৃহস্পতিবার বেলা ১১টায় তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে কিশোরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মুসল্লি অংশগ্রহন করেন।নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত করেন,বায়তুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রশিদ।নামাজ শেষে খরা,অনাবৃষ্টি,তিব্র তাপদাহ ও অসহনীয় গরম থেকে মুক্তির জন্য মহান সৃষ্টি কর্তার রহমত কামনা করে মোনাজাত করা হয়।এসময় খতিব ও মুসল্লিরা অঝরে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে প্রার্থনা করেন,হে সারা জাহানের প্রতিপালক(আল্লাহ্)তুমি আমাদের ক্ষমা কর।আমাদের উপর নেক রহমত দান কর।আমাদের বারিধারা বর্ষণ করে দেও,রহমতের বারিধারা বর্ষণ করে দাও।এমন মোনাজাতের সাথে অঝরে কান্নার আমিন আমিন শব্দে নামাজ স্থল মুখরিত হয়ে উঠে।নামাজে অংশগ্রহনকারী মুসল্লি জুয়েল হোসেন,মাওলানা শিব্বীর আহমেদ জানান,প্রচন্ড তাপদাহ,কাঠফাঁটা রোদ,ভ্যাপসা গরমসহ খরা,অনাবৃষ্টি থেকে রক্ষায় বৃষ্টি কামনায় দুই রাকাত ইসতেস্কার নামাজ আদায় করা হয়।
মন্তব্য