আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
ভিটামিন ‘এ’ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ওই কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আল মামুন এর সভাপতিত্বে এসময় তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।তিনি আরো বলে,সারাদেশের ন্যায় এ উপজেলায় মোট ৩৯হাজার শিশুর মধ্যে ৬থেকে ১১মাস বয়সী ৩ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ৩৬হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো হবে।কোন শিশুই যেন ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে। আর উপজেলার ৯টি ইউনিয়নে ২১৭টি কেন্দ্রে স্বেচ্ছাসেবক এবং কর্মরত স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো হবে।এতে আরো ব্যক্তব্য দেন,আবাসিক মেডিকেল অফিসার ডা.এবিএম তানজিমুল হক মিল্লাত,মেডিকেল অফিসার ডা.মহিমা রঞ্জন রায়,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদসহ ফিল্ড সুপার ভাইজার ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।
মন্তব্য