আনোয়ার হোসেন -কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বাল্যবিবাহের প্রতিরোধে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,সমাজ সেবা অফিসার জাকির হোসেন,সমবায় অফিসার জাকিয়া ফারহানা,আবাসিক মেডিকেল অফিসার ডা.তানজিমূল হক মিল্লাত,ওসি পলাশ চন্দ্র মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সাংবাদিক,কাজী ও বিভিন্ন এনজিও’র শাখা ব্যবস্থাপক প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন,সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক উত্তম বিশ্বাস,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,উপজেলা অফিসার সেল্ ফ মোখলেছুর রহমান।
মন্তব্য