আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ নীলফামারী)প্রতিনিধিঃ
নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ”এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে মানববন্ধন ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।সভায় বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরল আমীন শাহ্,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণিসহ অন্যন্য দপ্তরের কর্মকর্তা প্রমূখ।পরিশেষে ৪ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন।
মন্তব্য