সাদেকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি,কিশোরগঞ্জ নীলফামারী>>>শিশুশ্রম,বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি, প্লাস্টিক/পরিবেশ দূষণ মূক্ত রনচন্ডী ইউনিয়ন গঠনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জ এপির আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে রনচন্ডী ইউনিয়নের কুটিপারায় ২২শে ফেব্রুয়ারি(শনিবার) অনুষ্ঠিত হয় গণ নাটক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, কুটিপারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, সেক্রেটারি, স্থানীয় জনসাধারণ। শিশু ফোরাম ও যুব ফোরামের যৌথ উদ্যোগে নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় নারী ও পুরুষের লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ, শিশু শ্রমের কূফল সমুহ।সর্বশেষ এনাফ ক্যাম্পেইন এর চিত্র তুলে ধরা হয়,যাতে করে সমাজে কোনো শিশুই অভুক্ত না থাকে,কোন শিশুই যেন পুষ্টিহীনতায় না ভোগেন।
মন্তব্য