আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফারীর কিশোরগঞ্জে পিতা-মাতার আর্শীবাদ নামে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আবু সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।গত মঙ্গলবার রাতে শহরের পশু হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।আবু সাঈদ উপজেলার গদা কোরানিপাড়া গ্রামের মৃত জবান উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান,পাঁচতলা ভবনের ছাদে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে নিচে পড়ে যায় ওই যুবক।এ সময় স্থানীয়রা আবু সাঈদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।তবে অনেকের দাবি তার মৃত্যু রহস্যজনক।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।











মন্তব্য