আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে নানার বাড়িতে বেড়াত এসে টিউবওয়েলে গর্তের পানিতে ডুবে শাম্মি আক্তার (২)নামের এক নাতনির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টায় কিশোরগঞ্জ সদর ইউপির শুকান দীঘির পাড় ওসমানী পাড়ার বাসিন্দা মৃত্যু আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।নিহত শাম্মী বাহাগিলী ইউপির বাহাগিলী ঝলঝলি পাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।এলাকাবাসী জানায়,আগের দিন বুধবার (২৭ ডিসেম্বর)রাতে শাম্মী তার মা পেয়ারা বেগমের সাথে নানা আব্দুল মান্নানের বাড়িতে আসেন।পর দিন সকালে তার মা টিউবওয়েলের প্লাট ফর্মে বসে মাছ পরিচর্যা করেন।সম্ভবতা এসময় শাম্মী পরিবারের অজান্তে বাড়ীর পিছনে বেলুন নিয়ে খেলছিল।খেলার এক পর্যায় বেলুন গর্তের পানিতে পড়ে যায়।তোলার জন্য গেলে গর্তে পিছলে পড়ে তার মৃত্যু হয়।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল বলেন,বিষয়টি কেউ জানাননি।এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।











মন্তব্য