আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে”ভাতের সঙ্গেই মিলবে পুষ্টি উপাদান জিংক”জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ জাতের প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৪ নভেম্বর)দুপুরে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ি কামার পাড়া গ্রামের ভিডিসির সভাপতি /সাধারণ সম্পাদক,সদস্য ও স্থানীয় কিষান-কিষাণীসহ ৫০জন অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।এ ধানের চাষাবাদ,ফলন নির্ণয় ও জিংকের উপস্থিতি তুলে ধরে এতে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম।এসময় তিনি আরো বলেন,অনেকে পুষ্টি সমৃদ্ধ খাবার কিনে খেতে পারেন না।অথচ ৩ বেলা ভাত সবাই খেয়ে থাকেন।যা জনসাধারণের ভাতের মাধ্যমে জিংকের ঘাটতি পূরণ করা সম্ভব।এ লক্ষ্যে সংস্থাটি আবাদ বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে কৃষকদের বিনামূল্য বীজ ও সার দিয়ে সহায়তা করছে।আরো উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান সরকার,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,নেলসন সরেনসহ কৃষক প্রমুখ।।
মন্তব্য