আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >> নীলফামারীর কিশোরগঞ্জে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ৩ যুবককে কারা ও অর্থদণ্ড আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স অভিযানে বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী ব্রিজের উপর গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ৩ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদন্ড আরোপ করেন, ইউএনও প্রীতম সাহা। দন্ডিতরা হলেন, বাহাগিলী ডাঙা পাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে স্বাধীন (২৭), রংপুর তারাগঞ্জের থানা পাড়ার নুর ইসলামের ছেলে ইউসুফ আলী (২৩),তারাগঞ্জের দর্জিপাড়া গ্রামের মৃত্যু ফজলার রহমানের ছেলে মনিরুল ইসলাম (২৬)। এ সময় মনিরুল ইসলামকে ৫ মাসের ও বাকি ২জনকে ৪ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ প্রত্যেকের ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য