আনোয়ার হোসেন -কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
কৃষিতে ফসল চাষে রাসায়নিক সার ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।বাড়ছে উৎপাদন ব্যয়ও।মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে মাটি,পানি,বায়ু দূষিত হচ্ছে।এতে পরিবেশ প্রকৃতির মৃত্যু ঘটছে।এ থেকে উত্তোরণে পরিবেশ বান্ধব গ্রাম গঠনে জৈব কৃষি ও জৈবিক বালাইদমন ব্যবস্থাপনার মাধ্যমে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে মাঠ পর্যায়ে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এ লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইকো-ভিলেজ ডিজাইন শিক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।গত ৮ থেকে ১০আগষ্ট নিতাই মুশরুত পানিয়াল পুকুর চেয়ারম্যান পাড়ায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে ভিডিসির ও ইকো-ভিলেজের ৩০ জন সদস্য অংশ গ্রহন করেন।প্রশিক্ষণ প্রদান করেন ইকো-ভিলেজের প্রশিক্ষক সুরাইয়া আক্তার শিলা।আরো উপস্থিত ছিলেন,নিতাই চেয়ারম্যান পাড়ার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহিদার রহমান,সাধারণ সম্পাদক রোজিনা বেগম ও কোর্স সমন্বয়ক হিসেবে ছিলেন এপি’র প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ।এসময় অংশ গ্রহনকারীদে মাঝে মাটির গুনাগুন পরিক্ষা,বাড়ির বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করণ,জৈব বালাই দমন ও জৈব সার ব্যবস্থাপনায় বসতবাড়ির আশ পাশে বিষমুক্ত শাক-সবজি,ফল উৎপাদন,প্রদর্শনীর মাধ্যমে বেইজ বেড,চৌকা পাঠালি,ঝুলন্ত বাগান, গোলকমপোষ্ট,ভার্মিকম্পপোস্ট সার তৈরি ও ব্যবহার,মাছের টনিক তৈরির পদ্ধতিসহ নানাবিধ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।যা এর মাধ্যমে পরিবার গুলো বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন করে পারিবারিক পুষ্টির চাহিদা পুরণের পাশাপাশি বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবেন বলে জানা গেছে।











মন্তব্য