আনোয়ার হোসেন-কিশােরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> নীলফামারীর কিশােরগঞ্জ কিসামত বদি উচ বিদ্যালয়ের বেঞ্চ চুরির ঘটনায় সভাপতি বিপুল চদ্র রায় (৪০)কে এলাকাবাসি আটক করে পুলিশে সোপর্দ করেছেন।গত বুধবার সন্ধায় ওই বিদ্যালয়ের পিয়ন বেঞ্চ চুরি করায় তাকে ছেড়ে দেওয়ার অভিযোগে উত্তেজিত জনতা সভাপতিকে আটক করেন।অভিযুক্ত বিপুল চদ্র ওই এলাকার কুলদা বর্মণের ছেলে।স্থানীয়রা জানান,ওই বিদ্যালয়ের পিয়ন জগদিস চন্দ্র বুধবার সন্ধায় ভাঙ্গরী ব্যবসায়ীর নিকট বেঞ্চ বিক্রি করেন।বেঞ্চটি রিকশা ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাকে হাতে নাতে আটক করেন।পরে বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি বিপুল চদ্র ঘটনাস্থলে এসে আটক ওই পিয়নকে ছেড়ে দেন।এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে প্রধান শিক্ষক অনন্ত রায় বিদ্যালয়ে আসলে সভাপতিসহ তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল থেকে সভাপতিকে থানায় নিয়ে যাওয়ায় পরিস্থিতি শান্ত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত রায় অবরুদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করে জানান,বেঞ্চ চুরির ঘটনায় পিয়নকে স্থানীয়রা আটক করেছিল।তাকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার দাবির প্রেক্ষিতে পুলিশ সাবেক সভাপতিকে থানায় নিয়ে যায়।কিশােরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযােগ করেননি।তাই আটক ব্যাক্তিকে ১৫১ধারায় বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হয়েছে।
মন্তব্য