১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেবীদ্বারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা। পুকুরে গোসল করতে গিয়ে সাতকানিয়ায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ ৫ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পেকুয়ায় বঙ্গোপসাগরের মোহনায় ডুবে শিশু নিখোঁজ শিবপুরে ঐতিহ্যবাহী কাছিটান ও মোরগের লড়াই খেলা অনুষ্ঠিত শিবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ   কিশোরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযান, কোচিং সেন্টার থেকে অ/স্ত্র-বো/মা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ কাঁকড়া জব্দ
আন্তর্জাতিক:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> গাজীপুর >> ঢাকা >> দেশজুড়ে >> শিক্ষা >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • কালীগঞ্জে গভর্নিংবডির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
  • কালীগঞ্জে গভর্নিংবডির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ রায়হান মাহামুদ, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

    গাজীপুরের কালীগঞ্জে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় পরীক্ষা স্থগিত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে যথানিয়মে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।তথ্যানুসন্ধানে জানা যায়, বেসরকারী স্কুল ও কলেজে নিয়োগ বিধি মোতাবেক স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানোর বিধান থাকলেও বিষয়টি গোপন রাখা রাখা হয়। অনিয়মের বিষয়টি কিছু স্থানীয় গণমাধ্যমকর্মীদের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারনে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষক পদে আবেদন করতে না পেরে এক প্রার্থী বলেন, আমি জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে একজন প্রার্থী ছিলাম। পদটি শুন্য হওয়ার পর থেকেই নানাভাবে স্কুল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছি। কখন, কবে, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানো হবে সেই আশায় ছিলাম। তবে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপানো হয়েছে কি না তা জানতে পারিনি। অত্র স্কুলের গভর্নিংবডির সভাপতি মো. আল আমিন খানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতির ছেলে ও বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম খানের সাথে যোগাযোগ করতে বলেন। নিয়োগের বিষয়টি নাকি তিনি দেখছেন। আমাকে বিভিন্নভাবে তালবাহানা করে আর এই পদে আবেদন করার কোন সুযোগই দেওয়া হয়নি।নিয়োগ বিজ্ঞপ্তি না পাওয়ার কারনে আবেদন করতে পারেনি আব্দুর রাজ্জাক নামে আরেক প্রার্থী। তিনি কালিয়াকৈর উপজেলার ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন। তিনি প্রতিবেদককে বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে জানতে পেরেছিলাম। কিন্তু কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা জানতে পারেনি। যেহেতু নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে তাই সামনে আবেদন করতে পারব বলে আশা করছি।জানা যায়, মাত্র চার জন আবেদনকারীকে নিয়ে নিয়োগ পরীক্ষার সবকিছু চুড়ান্ত করা ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলমকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতেই এত তালবাহানা।নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জনতা উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি আল আমিন খান মুঠো ফোনে জানান, পত্রিকায় বিজ্ঞপ্তির ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম ভাল বলতে পারবে। শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের ব্যাপারে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই জান্নাত মুঠো ফোনে জানান, প্রধান শিক্ষক পদে চার জন প্রার্থীর আবেদন জমা হয়। কাগজপত্র জটিলতার কারনে বাছাইয়ে দু’জনকে আগেই বাদ দেয়া হয়। আবেদন কারীর সংখা কম থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান জানান, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করে জানতে পেরেছি উক্ত পদের জন্য একাধিক প্রার্থী নেই। তাছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে কিছু অনিয়ম থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।উল্লেখ্যে যে, চলতি বছরের ১২ মার্চ প্রধান শিক্ষক মো. আবদুস সোবহান সর্বশেষ অফিস করেন। তখন থেকে পদটি শুন্য রয়েছে।

     

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page