কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে শহীদ শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহীদ কামালের জন্মতিথি পালনে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যেগে র্যালি, আলোচনা সভা ও শহীদ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, ওসি আবুল কালাম পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বা্স, কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম ইলিয়াস, কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নূর মাহমুদ, উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।
মন্তব্য