২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা

কবিতা ভালোবাসি তোমাকে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমেঃ সালমা বেগম >>>
শুধু তোমাকে ভালোবেসে….
কতো রাত কেটেছে একা, অশ্রু ঝরেছে চোখে।
কতোটা কষ্ট পেয়েছি এই নিষ্ঠুর ধরনীর বুকে।
কতো রাত জেগে জেগে খুঁজেছি তোমায়, জোৎস্না ভরা রাতে।
খুঁজেছি কতো স্বপ্নের রাজ্যে
গভীর কল্পনাতে।
পাইনি কোথাও খুঁজে।
কষ্ট গুলো রেখিছি জমা অন্তর আত্মার ভাঁজে।
খুঁজেছি তোমায় শ্রাবণের ধারায়!!
গোধূলি সন্ধ্যা বেলায়।
মেঘেরা উড়ে নীল আকাশে ,
রয়েছো তুমি মেঘের ভেলায় বসে।
কালো মেঘ হঠাৎ যখন!! আকাশ দিলো জুড়ে,
জমানো ব্যাথা কান্না হয়ে বৃষ্টি রুপে ঝরে।
যে আকাশে তুমি চাঁদ হয়ে আলো দিলে ছড়িয়ে ,
তারা হয়ে সে আকাশটা
রেখেছিলাম জড়িয়ে।
অপলকে হারিয়ে যেতাম লক্ষ তারার মাঝে,
নেওনি কভু সেখান থেকে কখনো আমায় খুঁজে।
হাতছানিতে ডাকতো আমায় মেঘের জলরাশি…
বলতাম ওদের খুঁজি তোমায়,
তোমাকেই ভালোবাসি…
কতো রাত অপেক্ষায় কেটেছে, খাবার তুলিনি মুখে ,,
ছটফট করে বিছানায় রয়েছি কষ্ট নিয়ে বুকে,,,
ভোর হয়েছে,সূর্য উঠেছে, আধার গেছে কেটে,
কতো বকুনি বাবা-মায়ের!!
খেয়েছি অকপটে।
শুধু তোমাকে ভালোবেসে।
ক্ষত এ হৃদয়, আমৃত্যু গিয়েছে ফেসে।
এক বুক যন্ত্রণা নিয়ে যখন অসহায়ের মতো আনমনে
তাকিয়ে দেখি,
নির্লজ্জ, বেহায়া, অপায়া লোক মুখে আরো কতো কি শুনতে থাকি ।
উড়িয়ে দিতাম হেসে হেসে,
শুধু তোমাকে ভালোবেসে।
কোথাও বের হলে….
কৈফিয়ত আর কৈফিয়ত,
তোমাকে ভালোবাসি বলে।
কোথায় যাই, কেন যাই, কার সাথে যাই, কখন আসবো ফিরে,
প্রশ্নের পর প্রশ্নে রাখতো সবাই ঘিরে !!
সব উড়িয়ে দিতাম হাসির ছলে,
শুধু তোমাকে ভালোবাসি বলে।
মনের পঞ্জিকায় রক্ত দিয়ে লিখে রেখেছি শুধু:ই তোমার নাম তোমার স্মৃতি,
তোমাকে নিয়ে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ প্রতিটি অনুভূতি।
সময়ের বিবর্তনে উল্টে গেছো তুমি।
যেদিকে তাকাই দেখিতে পাই শুধু’ই তুমি!! তুমি !!
প্রতিটি ক্ষণে তোমার স্মৃতি জপে যাই দেহ মনে,
তোমাকেই দেখি চারিদিকে দু’নয়নে আনমনে।
ভালোবাসি শুধুই তোমায় রয়েছো অন্তর জুড়ে !
আসবে না জানি কখনো তুমি
হৃদয় আঙিনায় ফিরে 

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page