মোঃ কামাল হোসেন
————
সুদ খাইয়া সুদখোর ধনী
মদের বেলায় প্রশ্ন,
ঘুষ খাইয়া পেট ভরাইয়া
হইলো দেশের রত্ন।
তারাই আবার সমাজ সেবক
মসজিদ মাদ্রাসার দাতা,
তারাই আবার হয়ে গেছে
বড় রাজনৈতিক নেতা।
লক্ষ কোটি টাকা তাদের
ব্যাংকে আছে পড়ে,
হিসাব করে দেয়না যাকাত
কমবে টাকা এই ডরে।
হজ্ব করেছে তাকওয়া নাই
করলো গাড়ি বাড়ি,
ছাড়ালোনা রে বদমাইশি
ছাড়লোনা লোভ নারীর।
তার অধীনে কাজ করে
গুটি কয়েক শ্রমিক,
ন্যায্য পাওনা দেয়না তাদের
নিষ্ঠুর সে ধিক তারে ধিক।
টাকার উপর টাকা তার
দেশ গড়িয়ে বিদেশে,
সম্পদের পাহাড় হলেও
লোভ গেলোনা অবশেষে।
তারা মরলেও হয় জানাজা
মাঠ গড়িয়ে ছাঁদে,
জানিনা, মরার পরে যাবে তারা
কোন দোজখের খাদে।
দূনিয়ার লোভে লোভী যারা
পরকালের নাই স্মরণ,
বুজবে তখন বুজবে তারা
আসবে যখন যমদূত মরণ।
মন্তব্য