মোঃ কামাল হোসেন
————–
জীবন নামক হায়াতটুকু
আছে কি আর বাকি?,
মিথ্যা ছলনার মায়ায় পড়ে
দিচ্ছি শুধুই ফাঁকি।
লোক দেখানো নাটক করে
ভুলেই যাচ্ছি পরকাল,
ঘুমালে পড়ে হবে কি আর
রাত গড়িয়ে সকাল?।
টাকা কড়ি গাড়ি বাড়ি
দেখছি কতো স্বপ্ন,
সবি ফেলে গেছে চলে
কতো বীরপুরুষ রত্ন।
আসা যাওয়ার বিশ্রামটুকু
নয়তো সাদের জীবন,
সময় থাকতে করুন সবে
অনন্ত কালের স্মরণ।
মরণ নামক রোগটা থেকে
পায়নি কেউ পার,
দাদার দাদা মহা দাদা
সবাই হলো পরপার।
হিংসা বিদ্বেষ লোভ অহংকার
সবি দাও বিসর্জন,
সারেহ সাদর গ্রহণ করে
স্রষ্টার নিকট করো আত্মসমর্পণ।
আমার বলে কিছুই নাই
আমিতো আমার নই,
ইহকালের লোভ ছেড়ে
আসুন পরকালের হই।
মন্তব্য