৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • চুয়াডাঙ্গা >> জীবন গল্প >> দেশজুড়ে >> বিনোদন >> শীর্ষ সংবাদ >> স্বাস্থ্য
  • এক সঙ্গে তিন সন্তানের জন্ম, চিন্তায় কর্মহীন বাবা।
  • এক সঙ্গে তিন সন্তানের জন্ম, চিন্তায় কর্মহীন বাবা।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মো: সজীব উদ্দিন জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

    চুয়াডাঙ্গায় লতা খাতুন (২৫) নামে এক নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৬ জুলাই) বিকাল ৪ টার দিকে শহরের একতা নার্সিং হোমে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ওই নারী। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।লতা খাতুন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবিপাড়ার হাসিবুল হাসানের স্ত্রী। তাদের সাফিউল ইসলাম লাবিব নামের ১০ বছরের এক ছেলে সন্তান রয়েছে। নবজাতকদের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। এরই মধ্যে নবজাতকদের নাম রেখেছেন তাদের দাদি। ছেলের নাম হুসাইন এবং দুই মেয়ের নাম তাসফিয়া ও তাসকিয়া রাখা হয়েছে।একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর শুনে তাদেরকে একনজর দেখতে ক্লিনিকে ভিড় জমান স্বজনরা। কোলজুড়ে আগত তিন সন্তানের জন্য যেমন খুশিতে আত্মহারা বাবা, তেমনি কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এমনকি ক্লিনিকের বিল মেটাতে হিমশিম খেতে হবে বলে জানান কর্মহীন বাবা হাসিবুল হাসান। হাসিবুল হাসান  বলেন, আমি বর্তমানে কর্মহীন। আমার বাবার মিষ্টির দোকান দেখাশোনা করি। তিন সন্তান দেখে খুবই খুশি হয়েছি। সরকারিভাবে সহযোগিতা পেলে উপকার হবে।নবজাতকদের দাদা শের আলী  বলেন, আল্লাহর নিকট শুকরিয়া একসঙ্গে তিন নাতি দেখতে পেলাম। এতে অনেক খুশি হয়েছি। তবে আমার ছেলে কর্মহীন। আমার নিজস্ব ছোট্ট একটি মিষ্টির দোকানে থাকে ছেলে। সরকারের কাছে সাহায্য চাওয়ার ক্ষমতা আল্লাহপাক আমাদের দেইনি। যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে উপকৃত হবো।একতা নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক সুমন বলেন, আজ বুধবার বিকেলে লতা খাতুনকে আমার প্রতিষ্ঠানে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। ঘণ্টা দুয়েক পর সিজারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন তিনি। নবজাতক ও মা সবাই সুস্থ আছেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় আমরাও অনেক খুশি।ডা. তরুণ কান্তি ঘোষ  বলেন, লতা খাতুন আমার তত্ত্বাবধানে ছিলেন। আজ সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকদের ওজনও ভালো। মা এবং তিন নবজাতকই সুস্থ আছেন। একসঙ্গে তিনটি বাচ্চা জন্মগ্রহণ স্বাভাবিক নয়। চিকিৎসক হিসেবে আমিও আনন্দিত।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page