৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ায় ভয়াবহ সংঘর্ষে জামায়াতের নেতাসহ নিহত ৩ মোংলায় বসত ঘরে আগুন,সর্বস্ব পুড়ে ছাই পেকুয়া থানায় সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম,আটক ১ সখিপুরে পরকীয়া সন্দেহে স্বামীকে খুন, স্ত্রী গ্রেফতার। চর রাজিবপুরে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পটুয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায় ৭টি পরিবহনে ৫৪ হাজার টাকা জরিমানা। বুড়িচংয়ের আজ্ঞাপুরে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায়কারী ৬০ জন শিশু-কিশোর পুরস্কৃত। মোংলা উপজেলা যুব জামায়েতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির তাফসীর মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কক্সবাজার >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> শিক্ষা
  • উখিয়া রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ।।
  • উখিয়া রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ।।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বার্তা পরিবেশক।। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উত্থাপন করে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মাদ্রাাসার জ্যেষ্ট শিক্ষক মোহাম্মদুল হক বাংলা প্রভাষক। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে অধ্যক্ষ নিয়োগের নানা অনিয়মের অভিযোগ করেন মা্দ্রাসার দাতা সদস্যরা।লিখিত অভিযোগ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সম্প্রতি উখিয়া উপজেলার রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান আলী গত ২৮/০২/২০২২ ইংরেজি তারিখ ও উপাধ্যক্ষ খায়রুল বশর ২৮/০২/২০২১ ইংরেজি তারিখ অবসরে যাওয়ায় নিয়মানুযায়ী ০১/০৩/২০২২ ইংরেজি তারিখ হইতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মৌলানা আব্দুল হক তিনি অধ্যক্ষ পদে প্রার্থীতা করার জন্য ১০-০৯-২০২৩ ইংরেজি তারিখ পদত্যাগ করেন।তখন মাদ্রাসা গভর্নিং বোর্ড সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং জ্যেষ্টতম শিক্ষক বাংলা প্রভাষক মোহাম্মদুল হক পাশ কাটিয়ে তার পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন আরবি প্রভাষক মাওলানা মো. আবুল ফজলকে। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্টান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যম্ত সংশোধিত) পরিপন্থী।এদিকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকালে তিনি অধ্যক্ষ পদে গত ২৭/০৮/২০২৩ ইংরেজী তারিখ দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং নিজে একজন প্রার্থী হিসেবে আবেদনও করেন। এমনকি তার পরিচিত কয়েকজনসহ তার আপনজনকেও অধ্যক্ষ পদে আবেদন করান।অপর দিকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকার পর ও আব্দুল হামিদ নামের এক প্রার্থীর আবেদন বাতিল করেছে বলেও জানা যা এজন্য তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মাদ্রাসা গভর্নিং বোর্ড বরাবর আবেদন করেন।এদিকে মাদ্রাসা গভর্নিং বোর্ড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অমান্য ও জ্যেষ্টতা লংঘন করে মো আবুল ফজলকে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রদান করায় মাদ্রাসার জ্যেষ্টতম শিক্ষক বাংলা প্রভাষক মোহাম্মদুল হক বিগত ২৫ শে অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে একটি লিখিত আবেদন করিলে কিছুদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়।এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো আবুল ফজল সুকৌশলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে মোটা অংকের বিনিময় ম্যানেজ করে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করেন এবং আগামী ১৮ নভেম্বর নিয়োগ পরীক্ষার দিন ধার্য্য করা হয় বলে জানান মাদ্রাসার জ্যেষ্টতম শিক্ষক বাংলা প্রভাষক মোহাম্মদুল হক অবিলম্বে উখিয়া রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধসহ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অমান্য ও জ্যেষ্টতা লংঘন করে মো আবুল ফজলকে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অপসারণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন মাদ্রাসার জ্যেষ্টতম শিক্ষকবৃন্দ। মা্দ্রাসার অধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘এতদিন মাদ্রাসাটি ভালো চলছিল। অনেক আলোর মুখও দেখেছে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে মো. আবুল ফজল যোগ্যদের সুযোগ না দিয়ে নিজেই এককভাবে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আমরা তার এই অপকর্মের তীব্র নিন্দা জানাই। ’অভিযোগের বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল ফজল বলেন, ‘আমি একজন প্রার্থী মাত্র। আমার সব ধরনের যোগ্যতা আছে বলেই আমি দরখস্ত করেছি। তাই আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো। নিয়োগ বোর্ড যোগ্য মনে করলে আমাকে নিয়োগ দিবে, যোগ্য মনে না হলে নিয়োগ দিবে না। এখানে আমার কোনো ষড়যন্ত্র নেই। যারা আমার নামে মিথ্যে অভিযোগ দিয়েছে তারা সঠিক বলেনি।’

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page