জেলা প্রতিনিধি:মোঃ চাঁন মিয়া>>>
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলা
এক সময় যাদের মাথাগোঁজার ঠাঁই বলতে কেবল ভরসা ছিল ঝুপড়ি ঘর, এখন তারা পাবেন পাকা বসতঘর। নতুন দমে বুকভরা শান্তির প্রশ্বাস নিয়ে তাঁরা উঠবেন নতুন ঠিকানায়।বুধবার (৯ আগষ্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে (পানছড়ি উপজেলায়২য় ধাপ) বরাদ্য পাওয়া পানছড়ি’র ৭৫টি ভূমিহীন ও গৃহহীনপরিবারের নিকট জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন এবং সনদ বিতরন করা হয়।উপজেলা পরিষদের সূত্রানুসারে জানা যায়, পানছড়ি উপজেলার পাঁচ ইউপি-র প্রতিটি ইউনিয়নের মোট জনসংখ্যার আনুপাতিক হারে চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙ্গালী ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে বরাদ্যকৃত ঘর বন্টন করা হয়। লোগাং ইউপি ১৯টি, চেঙ্গী ইউপি ৯টি, সদর ইউপি ১০টি, লতিবান ইউপি ১৮টি ও উল্টাছড়ি ইউপি-র ১৯টি সহ মোট ৭৫টি ঘর হস্তান্তর করা হয়।ঘর পেয়ে আনন্দে মাতোয়ারা অজি ত্রিপুরা, আরশাদ আলী, সাহেরা বেগম। জানালেন আত্নতৃপ্তির কথা। খড়-পাতায় ছাওয়া ভাঙা ঘরের দিন কাঁটিয়ে এখন উঠবেন তিনি নতুন ঘরে।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যানগন, প্রশাসনিক কর্মকর্তাগন, উপকারভোগী ব্যক্তিবর্গও গণমাধ্যম কর্মীসহ আরো অনেক।
মন্তব্য